Elephant

হাতির তাণ্ডব ময়নাগুড়িতে, ক্ষতিগ্রস্ত ফসল

জেলা

ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের উত্তর কালামাটি এলাকায় ফের হাতির তাণ্ডব। বৃহস্পতিবার গভীর রাতে রামশাই জঙ্গল থেকে একটি হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। এর জেরে মনকান্ত রায়ের প্রায় ২ বিঘা সুপারি বাগান ভেঙে এবং রশিকান্ত রায়ের প্রায় ৩ বিঘা ধানক্ষেত নষ্ট করে দেয় তারা। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায়শই জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে ফসল নষ্ট করছে। কিন্তু রাতে বনদপ্তরের পক্ষ থেকে নিয়মিত টহলদারি হয় না। এর ফলে বাসিন্দারা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ক্ষতিগ্রস্ত কৃষক রশিকান্ত রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা গরিব মানুষ। আমাদের ধান হাতি নষ্ট করে দিলে আমরা খাবো কি? বনদপ্তর যেন ক্ষতিপূরণ দেয় এবং রাতের টহল বাড়ানো হয়।”

Comments :0

Login to leave a comment