CBI FAMILY R G KAR

সিবিআইয়ের ওপর চাপ বাড়ানো হোক, চাইছে পরিবার

রাজ্য

বুধবার সিবিআই আধিকারিকরা নির্যাতিতার বাড়িতে।

আপাতত ভরসা রাখছেন সিবিআই তদন্তে। তবে ন্যায় বিচারের জন্য সিবিআইয়ের ওপর চাপ বাড়ানো দরকার। 
বুধবার সংবাদমাধ্যমের প্রশ্নে এই মত জানিয়েছেন আর জি কর হাসপাতালে নির্যাতিতার বাবা ও মা। তাঁরা বলেন, প্রতিবাদ হোক, তবে হিংসা নয়।
এদিন সিবিআই আধিকারিকরা ফের তাঁদের সঙ্গে কথা বলেছেন। এই প্রসঙ্গে ছাত্রীর বাবা বলেন, “তাঁরা এসেছেন, কিছু তথ্য নিয়ে গেছেন। তারা বলছেন তাদের ক্ষমতা অনুযায়ী সেরাটা দেবেন।” 
তিনি বলেন যে  কোথাও তো আস্থা রাখতেই হবে। প্রথমে যেমন পুলিশের ওপর ভরসা ছিল। পরে সেই ভরসা হারিয়ে যায়।  স্বাভাবিকভাবে সিবিআইয়ের উপরে ভরসা রাখতে হচ্ছে। 
সিবিআই তদন্তে আসল দোষীদের ধরার বিষয়ে অগ্রগতি না হওয়ায় মঙ্গলবার খেদ জানায় পরিবার। সেই সঙ্গে জানায় যে অপরাধ স্থল ঘিরে প্রসঙ্গে কলকাতা পুলিশের দাবি অসত্য। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে সেমিনার রুমে বহু মানুষের ভিড়। প্রমাণ লোপাটের অভিযোগ আরও জোরালো হয়েছে বলে মত চিকিৎসকদের যৌথ মঞ্চেরও। 
নিহত চিকিৎসকের মা‌ এদিন বলেন যে প্রতিবাদ চলুক। কিন্তু কারো প্রাণহানি হোক, গুলি চলুক এটা আমরা চাই না। 
তিলোত্তমার বাড়িতে সিবিআই প্রথম যায় ১৫ আগস্ট। এদিন তৃতীয়বার সিবিআই আধিকারিকেরা নির্যাতিতার  বাড়িতে এলেন। 
কলকাতা হাইকোর্ট ১৩ আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় ধর্ষণ-খুন মামলায়।

Comments :0

Login to leave a comment