Cristmas Vandalism

বড়দিনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা রাজ্যে রাজ্যে

জাতীয়

রায়পুরে মলের সামনে সজ্জা তছনছ করছে উগ্র হিন্দুত্ববাদী বাহিনী।

বড়দিনকে কেন্দ্র করে তাণ্ডব চালিয়ে যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। উত্তর প্রদেশের বরেলিতে চার্চের সামনে ভয় দেখানো হয়েছে। এই বাহিনীই ভাঙচুর করেছে ছত্তিশগড়ের রাজধানী শহর রায়পুরের একটি মলে। 
রায়পুরের ম্যাগনেটো মল বড়দিন উপলক্ষে সাজানো হয়েছিল। এই বাহিনী ভাঙচুর করে সেই মলে। তছনছ করা হয় বড়দিনের সজ্জা। 
মলের কর্মীরা সংবাদমাধ্যমে বলেছেন, প্রায় ৮০-৯০ জন ঢুকে পড়ে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু কোনও কথাই শুনতে চায়নি। 
বড়দিনের উৎসবে ব্যাঘাতের জন্যই জোর করে ধর্ম বদলের অভিযোগ খাড়া করেছে আরএসএস’র বিভিন্ন শাখা সংগঠন। বড়দিনের আগে, বুধবার, ‘ছত্তিশগড় বন্‌ধের’ ডাক দেয় সর্ব হিন্দু সমাজ নামে একটি সংগঠন। তাদের নামেই হয়েছে ভাঙচুর। রাজ্যের বিজেপি সরকার চুপচাপ মদত দিয়েছে।
এই ভাঙচূরের ভিডিও সোশাল মিডিয়ায় প্রচারিতও হতে থাকে। যেমন রাজস্থানের জয়পুরে বড়দিনে নানা উপহার সামগ্রী বিক্রেতাকে হুমকি দিয়ে তুলে দেওয়ার ভিডিও ছড়িয়েছে। ধিক্কারের মুখে পড়েছে সংকীর্ণমনা এই তাণ্ডব। 
বরেলিতে আরএসএস’র শাখা সংগঠন বজরঙ দল সেন্ট অ্যালফনসাস ক্যাথিড্রালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাঠ করা হতে থাকে ‘হনুমান চালিশা’। ধর্মকে বর্ম করে ছড়ানো হতে থাকে আরেক ধর্মে বিশ্বাসী মানুষের প্রতি বিদ্বেষ, ঘৃণা। 
এদিকে আবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দিল্লির সিভিল লাইনসে একটি স্কুলে বড়দিনের উৎসবে অংশ নেন জেপি নাড্ডা। মানবতাকে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন এই বিজেপি নেতা। ঠিক যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে দেখানোর জন্য ক্যাথিড্রাল চার্চের সামনে দাঁড়িয়ে ছবি তুলে ছড়িয়েছেন। 
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সোশাল মিডিয়া প্রকাশনায় বলা হয়েছে, দ্বিচারিতার চরম। একদিকে সারা দেশে খ্রীস্টানদের ওপর হামলা চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী অসহিষ্ণু বাহিনী। আরেকদিকে প্রধানমন্ত্রী ক্যাথিড্রালের সামনে ছবি তুলে প্রচার করছেন। 
এর আগে গত সপ্তাহে বড়দিনের আগে মধ্য প্রদেশের জব্বলপুরের একটি গির্জায় আয়োজিত মধ্যাহ্নভোজে গিয়ে হামলা চালান বিজেপি’র স্থানীয় নেত্রী। 
মোদী বা নাড্ডার মুখে এমন অসহিষ্ণু সংবিধানবিরোধী আচরণের নিন্দায় একটি শব্দও শোনা যায়নি।

Comments :0

Login to leave a comment