Bangladesh

বাংলাদেশে ফিরলেন তারেক রহমান

আন্তর্জাতিক

লন্ডন থেকে ১৭ বছর পর ঢাকায় ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ ঢাকায় পৌঁছায় তারেক। আগামী বছর ফেব্রুবারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে তারেকের বাংলাদেশে ফেরা বিএনপি শিবিরকে উজ্জীবিত করবে বলে অনেকেই মনে করছে। তারেকের সাথে দেশে ফিরিছেন তারেকের স্ত্রী জুবাইদা এবং কন্যা জাইমা। 
বুধবারই বিএনপির পক্ষ থেকে জানানো হয় তারেক অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে যাবেন হাসপাতালে। পাশাপাশি ওসমান হাদির সমাধিস্থলেও যাওয়ার কথা রয়েছে তারেকের। বৃহস্পতিবার তারেক যাবেন গুলশানের বাড়িতে। শুক্রবার পিতা তথা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তারেক। শনিবার হাদির সমাধিস্থলে যাওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন তিনি। শনিবারই ভোটার হিসাবে আবেদন করার জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার কথা রয়েছে তার।
১৬ ডিসেম্বর ভার্চুয়াল সভা থেকে তারেক জানান যে তিনি ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন। তার ঘোষনা মতোই তিনি দেশে ফিরেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানায় বিএনপি শীর্ষ নেতারা। কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যাব তারেক রহমানকে কেন্দ্র করে।

Comments :0

Login to leave a comment