Mishti karmakar

বাবা হকার, জাতীয় অ্যাথলেটিক্সে সোনা মিষ্টির

খেলা জেলা

ট্রেনে হকারি করে সংসার চালান বাবা। মা গৃহবধূ। সেই ঘরের মেয়ে মিষ্টি কর্মকার সোনা জিতেছে জাতীয় যুব অ্যাথলেটিক্সে।
বিহারে পাটলিপুত্র স্টেডিয়ামে জাতীয় যুব অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলার হয়ে মালদহের তিন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে জ্যাভেলিনে সোনা জিতেছে স্কুলছাত্রী মিষ্টি কর্মকার।
মিষ্টির বাড়ি ইংলিশ বাজার শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনিতে। বাবা সঞ্জয় কর্মকার পেশার হকার। 
আর্থিক অনটনের মধ্যেও খেলাধুলা চালিয়ে যাচ্ছেন আগামী দিনে আন্তর্জাতিক স্তরে খেলার ইচ্ছা রয়েছে। তার এই সাফল্যকে অভিবাদন জানিয়ে পাশে থাকার সিদ্ধান্ত জানিয়েছে মালদহ জেলা স্ট্রিট ভেন্ডার হকার্স ইউনিয়ন।
সংগঠনের জেলা সম্পাদক মিন্টু চৌধুরী ও সভাপতি অনুপম গুণ বলেন, মিষ্টির সাফল্যে আমরা অত্যন্ত খুশি। সংগঠন পরিবারের পাশে রয়েছে। আমরা চাই সরকার তার পাশে দাঁড়াক। সব-রকম সাহায্য করুক।।

Comments :0

Login to leave a comment