ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। পোদ্দার কোর্ট সংলগ্ন এজরা স্ট্রিটে আগুন লাগে। নিমেষের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় দলকলের প্রায় ২০টি ইঞ্জিন আসে। যদিও কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
শনিবার ভোর ৫টা নাগাদ এই আগুন লাগে। ১৭ এজরা স্ট্রিটের ১২ তলায় এক গুডামে আগুন লাগে। ঘিঞ্চি এলাকা হওয়ায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দ্রব্য পদার্থ থাকার কারণে আগুনের ভয়াবহতা বাড়তে দেখা যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। কিন্তু পুরো চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের একের পর এক ইঞ্জিন আসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগাতে। যদিও এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। বেশ কিছু পকেট ফায়ার এখনো রয়েছে যা নেভানোর কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে শট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।
উল্লেখ্য, এই এলাকায় বৈদ্যুতিন সামগ্রীর দোকান রয়েছে। বহু টাকার ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
Comments :0