Marine La Pen

ফ্রান্সের অতি দক্ষিণপন্থী লা পেনের জেলের সাজা ঘোষণা

আন্তর্জাতিক

ফ্রান্সের অতি দক্ষিণপন্থী নেত্রী মারি লা পেনের চার বছরের জেলের সাজা ঘোষণা করেছে একটি আদালত। 
সরকারি অর্থ নয়ছয় করার অভিযোগে লা পেনকে দোষী ঘোষণা করে আদালত। ইউরোপীয় সংসদের বরাদ্দ অর্থ নিয়ে চাকরি দেওয়ার জাল চক্র চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। 
লা পেনের নেতৃত্বে তীব্র অভিবাসী বিরোধী প্রচার চালিয়েছে উগ্র দক্ষিণপন্থী শক্তি।  
লা পেনের সঙ্গে তাঁর দল ন্যাশনাল র‌ালির ৮ নেতাকে দোষী ঘোষণা করেছে আদালত। এদিন আদালতের রায়ে তাঁকে কোনও সাংবিধানিক পদে থাকার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। একাংশের অনুমান, ২০২৭’র রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সমস্যার হতে পারে লা পেনের। এর আগে তিনবার রাষ্ট্রপতি পদে লড়েছেন পেন।
রায় ঘোষণার পর পেন বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত চালানো হয়েছে।

Comments :0

Login to leave a comment