Neet scam

উচ্চ মাধ্যমিকে ফেল করা পরীক্ষার্থী নিট পরীক্ষায় উত্তীর্ণ

জাতীয়

উচ্চ মাধ্যমিকে ফেল। কিন্তু নিট পরীক্ষায় ৭২০ র মধ্যে ওই পড়ুয়া পেয়েছে ৭০৫!
আহমেদাবাদের এই পড়ুয়ার দুটি পরীক্ষার মার্ক শিট ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তার স্কুল সূত্রে খবর ওই পড়ুয়ার বাবা-মা ডাক্তার। নিট পরীক্ষায় যাতে সে পাশ করে সেই জন্য ডেমি পরীক্ষার্থী তার হয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে আসে। 
গোটা ঘটনায় নতুন করে নিট বিতর্ক নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment