ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বচসা ও হাতাহাতির জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো শিলিগুড়ি সংলগ্ন বাগরাকোট এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চললো লাঠি। ফাটানো হলো কাঁদানে গ্যাসের সেল।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ১৮ ও ২০নম্বর ওয়ার্ডের সাথে ২৮নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বাগরাকোট রেললাইন এলাকায় দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি, মারামারি ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। ১৮ ও ২০নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে ২৮নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানা গেছে, গত ২৯জুন শিলিগুড়ি জ্যোতিনগর এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো। ওই দিন খেলাতে দুই দলের মধ্যে গন্ডোগোল বাঁধে। অভিযোগ, শিলিগুড়ি ২০নম্বর ওয়ার্ডের বাসিন্দা কয়েকজন ২৮নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়ার বাসিন্দা এক কিশোরকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধোর করে। পরবর্তীতে দুই পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থানার পুলিশ মঙ্গলবার রাতে বেশ কয়েকজনকে আটকও করে। এরপরেই আটকদের মুক্তির দাবিতে ২০নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিন শিলিগুড়ি থানায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সাথে স্থানীয়রাও বিক্ষোভে সামিল হয়। বিধায়কের সাথেই এলাকায় ফিরে আসেন স্থানীয়রা।
অভিযোগ, বিজেপির বিধায়ক এলাকা ছাড়তেই ২০নম্বর ওয়ার্ডের বিক্ষোভকারীরা ১৮নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সাথে একজোট হয়ে পার্শ্ববর্তী ২৮নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ওপর হামলা চালায়। দুই পক্ষই একে অপরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এরপরেই তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এদিকে সংঘর্ষ চলাকালীন দুই পক্ষের ছোঁড়া পাথরের আঘাতে আহত হয়েছেন একাধিক মানুষ। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে র্যাফও নামানো হয়। ঘটনাস্থলে পৌঁছে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি রাকেশ সিং সহ পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকেরা। সংঘর্ষের ঘটনায় একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠি চার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাঁটানো হয়। ঘটনাস্থল থেকে ১২জনকে আটক করেছে পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশী পিকেট বসানো হয়েছে।
এই ঘটনার জেরে বাগরাকোট এলাকায় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয় রেলের পক্ষে। নিউ জলপাইগুড়ি, রায়গঞ্জ, সামসি ও জলপাইগুড়ি রেল স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে। এই সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, ক্রিকেট খেলা নিয়েই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুন করে যাতে কোন অশান্তির সৃষ্টি না হয় সেকারনে এলাকায় পুলিশ পিকেটিং থাকছে।
Siliguri
ক্রিকেট খেলাকে কেন্দ্র উত্তপ্ত শিলিগুড়ি

×
Comments :0