লর্ডস বেকারির বাজার ও সংলগ্ন হকারদের দীর্ঘ দিন ধরে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের এই হকারদের ট্রেড লাইসেন্স আছে। কলকাতা কর্পোরেশনের হকার তালিকাতেও নাম আছে এই হকারদের। কিন্তু তার পরেও কেন উচ্ছেদ করার চেষ্টা চালানো হচ্ছে প্রশ্ন তুলছেন কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ।
হকারদের আশঙ্কা রাতের বেলা অস্থায়ী দোকান গুলি উচ্ছেদ করা হতে পারে। তাই কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয়নের সদস্যরা হকারদের সাথে সোমবার রাত থেকে পাহারা দিচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে এই হকারদের অধিকার রক্ষার জন্য লাগাতার লড়াই চালানো হচ্ছে। বৃহস্পতিবার কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয়নের নেতৃত্বে লর্ডসের হকার ও অন্যান্য অঞ্চলের হকারদের নিয়ে একটি মিছিল সংগঠিত করা হয়। ১০ নম্বর বরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। কিন্তু তিনি অফিসে উপস্থিত ছিলেন না। বরো অফিসের গেটে সভা হয়। দাবি তোলা হয় পুনর্বাসন না দিয়ে জোর করে উচ্ছেদ চলবে না। বরো অফিসের ডেপুটেশনে উপস্থিত ছিলেনসত্যব্রত ঘোষ, রানা মিত্র, ইমরান খাঁ সহ নেতৃবৃন্দ। কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ জানাচ্ছেন, "লড়াই চলবে আইনি পথে ও রাস্তায়। হকারদের স্বার্থে আমার লড়াই চালিয়ে নিয়ে যাবো।"
Comments :0