weather

কাল থেকেই তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

রাজ্য কলকাতা

শনিবার থেকেই তাপপ্রবাহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।  আলিপুর আবহাওয়া দপ্তর  জানাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি হবে। তাপপ্রবাহের পূর্বাভাস পশ্চিমের পাঁচ জেলায়। কলকাতা সংলগ্ন জেলা গুলিতেও থাকবে গরমের দাপট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও চরম অস্বস্তিকর পরিস্থিতি থাকবে এই সময়ের মধ্যে। বিশেষত ১৬ মার্চ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ পরিস্থিতি। ১৭ তারিখ সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কিন্তু কিছু কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি না-থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং অন্য একটি ঘূর্ণাবর্ত পূর্ব অসম সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত গুলির প্রভাবে ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১৩ তারিখ অর্থাৎ আজ অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। যার প্রভাব পড়বে উত্তরবঙ্গে। 

Comments :0

Login to leave a comment