Himachal flood

উত্তর ভারতে অতি বৃষ্টিতে নাম হত অন্তত ১৪৫

জাতীয়

উত্তর ভারতের কিছু অংশে অতি বর্ষা শুরু হওয়ার পর থেকে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় ১৪৫ জনেরও বেশি মানুষ মারা গেছেন। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পার্বত্য রাজ্যগুলিতে বন্যা এবং ভূমিধস অব্যাহত রয়েছে, বেশ কয়েকজন পর্যটক আটকা পড়েছেন। বর্ষা শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশ ৯১ জনের মৃত্যু এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হলেও, উত্তর প্রদেশে ১৪ জন, হরিয়ানায় ১৬ জন, পাঞ্জাবে ১১ জন এবং উত্তরাখণ্ডে ১৬ জন মারা গিয়েছেন৷ বৃষ্টি এবং বজ্রপাতের জন্য একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


পাহাড়ে ভূমিধসের কারণে জাতীয় সড়কসহ অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। যমুনার জলের উচ্চতা বৃদ্ধির কারণে দিল্লিতে বেশ কিছু জায়গায় বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে।  রিপোর্ট অনুসারে, শুক্রবার রাতারাতি জলের স্তর ১৭ সেন্টিমিটার নেমে এসেছে এবং এখন ২০৮.৪৮ মিটারে দাঁড়িয়েছে। রাজঘাট এবং পুরানা কিলা এলাকায় মারাত্মক জলমগ্নতার খবর পাওয়া গেছে এবং লাল কেল্লা ১৪ জুলাই পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে।

Comments :0

Login to leave a comment