কবিতা
মুক্তধারা
বর্ষাবরণ
আনজু বানু
নতুন বন্ধু
২৭ জুন ২০২৫ / বর্ষ ৩
বর্ষাকালে অঝোর ধারা ঝরঝরিয়ে নামে
খানা ডোবা সব ভরে যায় বর্ষার জল জমে
প্রকৃতি যেন স্নান করে রোজ প্রাণ খোলা বর্ষাতে
গাছ গাছালি নদী নালা আনন্দেতে মাতে।
দিন রাত্রি বাদল মেঘে আকাশের মুখ ভার
পাখপাখালি গরীব দুখীর জোটেনা আহার।
বর্ষা জলে আবাদ হলে চাষীর মুখে হাসি
বানের জলে ডুবিয়ে দিলে ঘটায় সর্বনাশি
বানের জল রুখতে হলে বাঁধ বাঁধা যে চায়
বাঁধের ধন খেয়ে যায় আমলা ও নেতায়।
এই ব্যভিচার রুখতে হবে মনের জোরে খোকা
মজবুত বাঁধ হলে তবেই বন্যা যাবে রোখা।
বর্ষাকালে খলশে ইলিশ সব মাছই তো পাব
ইচ্ছে হলে মনের সাধে সর্ষে ইলিশ খাব।
রোদ বৃষ্টির এই বাংলা কে দেখবি আয়
তার জন্য সবুজ সাজ গ্রামের সীমানায়।।
Comments :0