ডেবরা ব্লক ভূমি আধিকারিকের দপ্তরে অভিযান চালাচ্ছেন খেতমজুর এবং কৃষকরা। বর্গাদার এবং পাট্টাধারদের অধিকার সুরক্ষিত করার দাবিতে চলছে অভিযান। নতুন পাট্টা দেবার দাবিতেও সরব গ্রামের কৃষিজীবী মানুষ।
রাতভোর ৩৮ ঘন্টা ঘেরাও অবস্থানের ডাক দেওয়া হয়েছে।
সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন, সারা ভারত কৃষক সভার পাশাপাশি ট্রেড ইউনিয়ন এই আন্দোলনে যুক্ত হয়েছে।
পশ্চিম মেদিনীপুরে এর আগেও বারবার জমির লড়াইয়ে গ্রামের শ্রমজীবী মানুষকে তীব্র আন্দোলনে নামতে দেখা গিয়েছে। পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে ভূমি সংস্কারের মাধ্যমে জমির অধিকার পেয়েছিলেন কৃষিজীবী মানুষ। পেয়েছিলেন পাট্টা। বর্গাদাররা চাষের স্থায়ী অধিকার পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে নানা ভাবে চলছে পাটাদার এবং বর্গাদার উচ্ছেদ। বিএলএলআরও অফিস ঘিরে দুর্নীতির অভিযোগ তীব্র।
ডেবরার এই আন্দোলনে দাবি উঠেছে পাট্টাদার, বর্গাদারদের জমির সত্ত্ব দিতে হবে। ভুয়ো দলিলে জমি থেকে উচ্ছেদ দূনীতির প্রতিকার করতে হবে। বাস্তুঘুঘুর বাসা ভাঙার জেদে চলছে আন্দোলন।
Debra Land Struggle
ডেবরায় ভূমি দপ্তর ঘিরে অভিযানে গ্রামীণ শ্রমজীবী, কৃষিজীবীরা
ডেবরা ব্লক ভূমি দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান। ছবি : চিন্ময় কর
×
Comments :0