আমার মেয়ের বিচারের জন্য আজীবন আমাদের লড়াই চলবে। সেটা ছয় মাস,ছয় বছর,ষাট বছর হতে পারে। দিন, সেকেন্ড হিসাব করে হবে না। বিচারের জন্য লড়ছি। বিচার আমরা ছিনিয়ে আনবোই। আমাদের এই লড়াইতে সমস্ত মানুষ এখন যেভাবে আমাদের পাশে আছেন, বিচার না পাওয়া অবধি সেইভাবেই আমাদের পাশে থাকবেন। সোদপুর নাটাগড় এ নির্যাতিতার বাবা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই আহ্বান জানান।
তিনি বলেন, আজ আমার মেয়ের জন্মদিন। আজ থেকে ছয় মাস আগে আমি আমার মেয়েকে হারিয়েছি। আমার মেয়েকে নিজের কর্মস্থল হাসপাতালের ভেতরে ধর্ষণ খুন হতে হয়েছে। ছয় মাস পার হয়ে গেলেও এখনও বিচার পাই নি। বিচারের জন্য লড়ছি এবং লড়বো। তিনি বলেন, প্রথমে এক জায়গায় অভয়া ক্লিনিক হওয়ার কথা ছিল। সেটা এখন দুই জায়গায় হচ্ছে। আমরা দুই জায়গায় যাবো। এখানে সব ধরনের ডাক্তার থাকবেন। মানুষ এখানে সব ধরনের চিকিৎসা পরিষেবা পাবেন। আমার মেয়ে রোগীদের পরিষেবাকে অগ্রাধিকার দিতো। এখানে ডাক্তাররা সব ধরনের পরিষেবা মানুষকে দেবেন। মানুষ যাতে সাস্থ্য পরিষেবা পায় সেজন্য এই অভয়া ক্লিনিক।
নির্যাতিতার মা বলেন 'এই জন্মদিন' আমরা যতদিন বেঁচে থাকবো প্রতি বছর ফিরে আসবে। আমার মেয়ে আর আমাদের মধ্যে ফিরে আসবে না। ও গুড়ের পায়েস খেতে খুব ভালবাসতো। প্রত্যেক বছর জন্মদিনে পায়েস রান্না করতাম। ওর জন্মদিন প্রথমে ও যখন কল্যানী জে এন এম হাসপাতালে এমবিবি এস পড়তো সেখানে কেক কেটে জন্মদিন পালন করতো। এরপর ও যখন আর জি কর হাসপাতালে এম ডি তে সুযোগ পায়। তখন রোগী দেখে সেখানে কেক কেটে জন্মদিন পালন করতো। এরপর রাতে বাড়িতে আসতো। ওর বাবা কেক এনে রাখতো। আমি একটা জামা এনে রাখতাম। গত বছর আমি ওকে একটা ঘড়ি কিনে দিয়েছিলাম। সেই ঘড়িটা মাত্র দুইদিন পড়েছে। সেটা এখন পরে আছে। এটা পড়ার মানুষটা আর আমাদের মধ্যে নেই। আজ জন্মদিনে ওর পুরোনো স্মৃতি সব মনে পড়ছে। এই পুরোনো স্মৃতি ভেবেই আমাদের সারারাত কেটে যাচ্ছে।
ওয়েষ্ট বেঙ্গল জুনিয়ার ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে এদিন নাটাগড় মহেন্দ্রনগর ও পার্থপুর বাজারে দুটি অভয়া ক্লিনিক এর আয়োজন করা হয়। এখানে যে সব মানুষ চিকিৎসা পরিষেবা নিতে এসেছিলেন তাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। "জন্মদিনে বলছে মেয়ে, শাসক আমার বিচার দে" জুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে এদিন অভয়া ক্লিনিক এ যেসব মানুষ চিকিৎসা পরিষেবা নিয়েছেন তাদের হাতে চারাগাছ তুলে দিয়ে বলেন এই গাছ রক্ষনাবেক্ষনের মধ্য দিয়ে অভয়াকে স্মরণ করার জন্য মানুষকে আহ্বান জানান।
Rg Kar Victim Family
বিচারের জন্য লড়ব আজীবন জন্মদিনে ঘোষণা বাবা-মায়ের

×
Comments :0