ISRO

মহাকাশে গবেষণা কেন্দ্রের লক্ষ্যে উৎক্ষেপণ সফল ইসরোর

জাতীয়

সতীশ ধবন মহাকাশ কেন্দ্র, শ্রীহরিকোটা থেকে স্পেডেক্স মিশনের উৎক্ষেপণ পর্ব সফল। ৩০ ডিসেম্বর, সোমবার, রাতে ইসরোর বৈজ্ঞানিকরা একথা জানান। স্পেডেক্স মিশন ভারতের মহাকাশ স্টেশন তৈরির ক্ষেত্রে নেওয়া পরীক্ষামূলক প্রথম পদক্ষেপ। পিএসএলভি-সি৬০ রকেটের মাধ্যমে এই মিশনের দুটি অংশের প্রাথমিক গন্তব্যে   পৌঁছানোর কথা ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে। 
মিশন পরিচালক এম. জয়কুমারের কথা অনুযায়ী ধীরে ধীরে অংশ দুটি নিজেদের মধ্যে কুড়ি কিলোমিটার দূরত্ব স্থাপন করবে। তারপর ডকিং প্রক্রিয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হবে। এই পর্ব শেষ করতে সময় লাগবে ৭ জানুয়ারি পর্যন্ত।

Comments :0

Login to leave a comment