আগামী ৯সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে ( UAE ) শুরু হচ্ছে এশিয়া কাপ। আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রতিযোগিতার জন্য বিসিসিআই ( বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ) ভারতের স্কোয়াড ঘোষণা করবে। এবারেও দলের নেতৃত্বে থাকবেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ড টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সের পর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে শুভমন গিলের। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ কয়েক বছর ধরে বেশ ভালোই পারফরমেন্স করে গেছেন তিলক বর্মা। প্রায় ২৪টি টিটোয়েন্টি ম্যাচে করেছেন মোট ৭৪৯রান।এছাড়াও শ্রেয়স আইয়ার আইপিএলে যার ৬০৪রান রয়েছে। তিনি এই নিয়ে পর পর দুইবার ফাইনালে উঠলেন আইপিএলের । ২০২৪সালে কেকেআরকে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন করানোর পর এই বছর বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল শ্র্রেয়োসের দলকে। এই দুই খেলোয়াড়েরই দলে থাকা সম্ভাবনা প্রবল। হার্দিকের মতো অল রাউন্ডারের কোনো পরিবর্ত এখনও বিরল ভারতীয় ক্রিকেটে। তার সঙ্গে টেস্টে খেলা ওয়াশিংটন সুন্দর , ঈশান কিষানরা দলে থাকতে পারেন। বুমরাকে গ্রুপের প্রথম কয়েকটি ম্যাচে বিশ্রাম দিতে পারেন গৌতম গম্ভীর। স্পিনার হিসেবে কুলদীপের সঙ্গে জুটি বাঁধতে পারেন বরুন চক্রবর্তী। ঈশান ও ধ্রুব জুরেলের মধ্যে যে কোনো একজনকেই কিপার হিসেবে নেওয়া হতে পারে। ফলে সঞ্জু স্যামসনকে নেওয়া হতে পারে ব্যাকআপ কিপার হিসেবে। কেকেআরের আরেক তারকা রিঙ্কু সিং রয়েছেন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকায়। তবে শিবম দুবের থেকে তিনি অপেক্ষাকৃত কম বলের সম্মুখীন হয়েছেন। ফলে সুযোগ পেতে পারেন এই দুইজনের মধ্যে যে কোনো একজনই ।
এশিয়া কাপে ভারতের সম্ভাব্য স্কোয়াড - সূর্যকুমার , শুভমন গিল , অভিশেক শর্মা , সঞ্জু স্যামসন , তিলক বর্মা , শ্রেয়স আইয়ার , হার্দিক পান্ড্য , অক্ষর প্যাটেল , ওয়াশিংটন সুন্দর , বরুন চক্রবর্তী , জসপ্রিত বুমরা , অর্শদীপ , হর্ষিত রানা , রিঙ্কু অথবা শিবম , ঈশান অথবা ধ্রুব জুৱেল , কুলদীপ যাদব অথবা রবি বিশনোই এবং যশস্বী জয়সোয়াল।
Comments :0