বুধবার সকালে ফের একটি আহত চিতাবাঘ উদ্ধার করা হলো মাল মহকুমার মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগান থেকে। এদিন সকালে নাগেশ্বরী চা বাগানের ৪ নম্বর সেকশনের একটি নালার মধ্যে ওই চিতা বাঘটিকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরের খুঁনিয়া স্কোয়াডে। সেখান থেকে আহত চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য লাটাগুরি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে যান বনকর্মীরা। উল্লেখ্য, মঙ্গলবার নাগেশ্বরী চা বাগানের ২০ নম্বর সেকশনে একটি চিতা বাঘের দেহ উদ্ধার করা হয়। ওই চিতাবাঘটির ময়না তদন্তের পর বনদপ্তরের তরফে জানানো হয়েছে লড়াইয়ে ওই চিতাবাঘটির মৃত্যু হয়েছে। এদিন আহত অবস্থায় উদ্ধার চিতাবাঘের সাথে মৃত ওই চিতাবাঘের লড়াই হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বনদপ্তর। এদিকে দুইদিনে দুটি চিতাবাঘ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র চা বাগানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা যায় এই সময়টা চিতাবাঘের প্রজনন ঋতু। সঙ্গিনী দখলের লড়াইয়ে জড়িয়ে পড়ে পুরুষ চিতাবাঘ। পরস্পর হানাহানিতে কেউ মারা পড়ে কেউ আবার জখম হয়। মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে ২৪ ঘন্টার ব্যবধানে মৃত ও জখম চিতাবাঘ উদ্ধারের ঘটনা সঙ্গিনী দখলকে কেন্দ্র করে এমনটাই অনুমান বন দপ্তরের। মঙ্গলবারের পর বুধবার সকালে ফের একটি আহত চিতাবাঘ উদ্ধার হল নাগেশ্বরী চা বাগান থেকে।
Leopard
আহত চিতাবাঘ উদ্ধার
×
Comments :0