পরমাণু চুক্তিতে সই না করলেই বোমা ফেলা হবে ইরানে, হুংকার দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করলেন, ইরান যদি আলোচনায় রাজি না হয় বোমা ফেলা হবে। আমেরিকান সংবাদমাধ্যম টেলিফোন সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি জানিয়েছেন, এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি। ট্রাম্পের এই হুঁশিয়ারি কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে ইরান। আমেরিকা বোমা হামলা করলে তার জবাব দেওয়ার জন্য তারাও ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা শুরু করেছে। তেহরান টাইমসের মতে, ইরানের সশস্ত্র বাহিনী এমন ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে যা বিশ্বজুড়ে মার্কিন-সংযুক্ত অবস্থানগুলিতে আঘাত করার কার্যকর ক্ষমতা রাখে। এই উৎক্ষেপণ-প্রস্তুত ক্ষেপণাস্ত্রগুলির একটি উল্লেখযোগ্য সংখ্যক দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভূগর্ভস্থ স্থাপনায় অবস্থিত, যা বিমান হামলা সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে," প্রতিবেদনে দাবি করা হয়েছে।
উল্লেখ্য: গত ৭ মার্চ ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চেয়ে চিঠি দেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেদিন ইরানের শীর্ষ নেতৃত্বকে এই চিঠি দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রচ্ছন্ন ভাবে দিয়েছেন হুমকিও। ওইদিন ওয়াশিংটনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ধনকুবের মার্কিন রাষ্ট্রপতি জানান, ‘‘আমি আশা করি ওরা আমার প্রস্তাবে ইতিবাচক উত্তর দেবেন। কারণ আমরা সামরিক ভাবে মোকাবিলা করলে ওদের পক্ষে পরিণাম ভয়াবহ হবে।’’ ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘‘ইরান নিয়ে আমরা দু’রকমের পদক্ষেপ নিতে পারি। প্রথমত সামরিক আগ্রাসন এবং দ্বিতীয়ত আলোচনা। তবে আমি আলোচনার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ অবস্থানে পৌঁছাতে চাইছি।’’ প্রসঙ্গত, ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কতগুলি শক্তিধর রাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি হয়। কিন্তু ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দফায় রাষ্ট্রপতি হওয়ার পরে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভেঙে বেরিয়ে আসেন ট্রাম্প।
ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায় রাশিয়া মধ্যস্থতাকারী হতে চেয়ে বলেও খবর মিলেছে। এই বিষয়ে তারপের দিন ইরানের দূত কাজেম জালালির সঙ্গে রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই রায়াবকভ বৈঠক করেন। রবিবার ফের পরমাণু চুক্তিতে সই না করলেই বোমা ফেলা হবে ইরানে হুংকার দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
Donald Trump's ‘Bombing’ Threat
ট্রাম্পের হুঁশিয়ারি, পাল্টা দিল ইরান

×
Comments :0