একদিকে লক্ষ লক্ষ মানুষের কান্না। উদ্বাস্তু মানুষের স্রোত গাজা সিটি থেকে চলেছে দক্ষিণের দিকে। আরেকদিকে লোভনীয় আবাসন শিল্পের জায়গা পাওয়ার উল্লাস। প্রকাশ্যে তা ঘোষণাও করছেন ইজরায়েলের অর্থ মন্ত্রী বেজালেল স্মোটরিক।
এই স্মোটরিকই গত সপ্তাহে ভারত সফরে এসে দ্বিপাক্ষিক চুক্তি সই করে গিয়েছিলেন। এসএফআই’র মতো ছাত্র সংগঠন সহ বিভিন্ন অংশ গাজায় গণহত্যার পর্বে স্মোটরিকের সফরের তীব্র নিন্দা করে। বিক্ষোভও হয়।
বৃহস্পতিবার স্মোটরিক ইজরায়েলের তেল আভিভে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। সেখানেই তিনি বলেন, ‘‘গুঁড়িয়ে দেওয়ার কাজ প্রায় শেষ। এবার তৈরি করার পালা। আবাসন ব্যবসার জন্য লোভনীয় সুযোগ এখন গাজায়।’’
বিশ্ব জনমতের চাপে বিভিন্ন দেশের সরকার অন্তত ইজরায়েলের বিরুদ্ধে স্বর তুলতে শুরু করেছে। ভারতের নরেন্দ্র মোদী সরকার যদিও আমেরিকলার মদতে গাজায় গণহত্যার বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারেনি এখনও।
এদিনই ব্রিটেন সফরে গিয়ে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের মুখোমুখি হতে হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। ঘটনা হলো, গত ফেব্রুয়ারিতে ট্রাম্পই বলেছিলেন যে গাজা থেকে প্যালেস্তিনীয়দের তাড়িয়ে দিতে হবে। বিপুল আবাসন ব্যবসার সম্ভাবনা দেখেছিলেন তিনিই! ট্রাম্পের পারিবারিক ব্যবসাও রয়েছে আবাসনের।
গাজা সিটি-তে গত তিনদিন ধরে লক্ষ লক্ষ মানুষকে বাধ্যকরা হচ্ছে ঠাঁই ছেড়ে চলে যেতে। চারদিকে ইজরায়েলের সেনা ট্যাঙ্ক নিয়ে ঘিরে ফেলেছে। প্রতিরোধের মুখেও পড়তে হচ্ছে। কিন্তু আগ্রাসনের বিপুল সরঞ্জামের মুখে অসহায় প্যালেস্তাইনের মানুষ।
আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে গাজা থেকে নিরস্ত্র অসহায় মানুষকে হঠিয়ে দেওয়া হচ্ছে। এখনই আমেরিকা এবং ইজরায়েল বলে চলেছে ‘স্বেচ্ছায় সরে যাচ্ছেন মানুষ’।
এর মধ্যেই আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট প্রতিবদেনে বলেছে যে হোয়াইট হাউসে গাজা দখল নিয়ে পুরোদমে আলোচনা চলছে। আমেরিকার দখলদারিতে কোনও ট্রাস্টি গড়ে গাজাকে হাতে তুলে দেওয়া হবে।
রাষ্ট্রসঙ্ঘের হিসেব অনুযায়ী গাজার ৯২ শতাংশ বাড়ি হয় পুরোপুরি ধ্বংস করা হয়েছে, নয়তে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। ৮৬ শতাংশ চাষের জমি শেষ। ৯১ শতাংশ স্কুল পুরোপুরি ভেঙে গিয়েছে।
এমন গণহত্যা এবং গণ উচ্ছেদের মধ্যেই উগ্র দক্ষিণপন্থী স্মোটরিক বলেছেন, ‘‘যুদ্ধে অনেক খরচ করেছি। এখন আমাদের দেখতে হবে জমির বাজারের জন্য ভাগাভাগি কিভাবে হবে।’’
স্মোটরিককে গণহত্যায় প্রকাশ্য সমর্থনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তিনিই এদিন বলেছেন, ‘‘ইজরায়েলের সার্বভৌমত্বকে প্রয়োগ করতে হবে প্যালেস্তাইনের আরেক অংশ ওয়েস্ট ব্যাঙ্কেও। ওয়েস্ট ব্যাঙ্কের ৮২ শতাংশই দখলে আনতে হবে।’’
Gaza Real Estate
ধ্বংসস্তূপ করে গাজায় এবার আবাসন ব্যবসার ছক ইজরায়েলের

×
Comments :0