ISRAEL PALESTINE CONFLICT

হামাসের বিরুদ্ধে ‘দ্বিতীয় পর্যায়ের’ যুদ্ধ শুরু ইজরায়েলের

আন্তর্জাতিক

হামাসের সঙ্গে ইজরায়েলের প্রাণঘাতী সংঘাতের ২৩তম দিনেও শনিবার ইজরায়েলি বাহিনী গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, স্থল অভিযানের মাধ্যমে তারা ১৫০টিরও বেশি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কারসহ হামাসের বেশ কয়েকজন কর্মী ও অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্যালেস্তিনীয় ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে বিমান অভিযান বাড়ানোর কারণে গাজার উত্তরাাঞ্চলকে 'যুদ্ধক্ষেত্র' হিসেবে ঘোষণা করেছে।


শনিবার তেল আভিভে এক সংবাদ সম্মেলনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তার বাহিনী গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের 'দ্বিতীয় পর্যায়' শুরু করেছে। হামাসের সঙ্গে যুদ্ধকে ইজরায়েলের টিকে থাকার লড়াই আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, গাজায় স্থল অভিযানের দ্বিতীয় পর্যায় হবে 'দীর্ঘ ও কঠিন' অভিযান। "আমরা এখন সেই পরীক্ষার মুখোমুখি হয়েছি এবং আমার কোনও সন্দেহ নেই যে এটি কোন পর্যায়ে শেষ হবে: আমরা বিজয়ী হব।," তিনি সংবাদ সম্মেলনে যোগ করেন।

Comments :0

Login to leave a comment