১৭ জানুয়ারি, শুক্রবার, জ্যোতি বসু সমাজবিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের প্রথম পর্বের ভবনের উদ্বোধন। জ্যোতি বসু নগর (নিউ টাউন)-এ এই কেন্দ্রে ভবনের উদ্বোধন করবেন সিপিআই(এম) পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাত।
এই অনুষ্ঠানে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সকাল ১০টায় শুরু হবে এই অনুষ্ঠান।
সেলিম একটি ভিডিওবার্তায় বলেছেন, ১৭ জানুয়ারি কমরেড জ্যোতি বসুর প্রয়াণবার্ষিকী। প্রতি বছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। (দখুন ভিডিও)
তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে জ্যোতি বসু সমাজবিজ্ঞান ও গবেষণা কেন্দ্র আমরা তৈরি করছি। বিমান বসুর সভাপতিত্বে জ্যোতি বসু নামাঙ্কিত যে ট্রাস্ট রয়েছে তারা এ কাজটি করছেন।
সেলিম বলেন, ‘‘ আমাদের সাফল্য হচ্ছে, গত বছর এই দিনেই প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। তিনি আজ আমাদের মধ্যে নেই। এক বছরের মধ্যেই প্রথম ভবন গড়ার কাজ সম্পন্ন হলো।’’
সেলিম জানান যে এই কেন্দ্রে জ্যোতি বসুর জীবন ঘিরে প্রদর্শনী থাকছে। জ্যোতি বসু সমাজবিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের দপ্তর, গবেষণার কাজের জন্য জায়গা রয়েছে। পাঠাগারের জায়গা থাকছে। যাঁরা বক্তৃতা দিতে আসবেন তাঁদের জন্য ছোট থাকার জায়গাও করা হয়েছে।
সেলিম বলেন, পাঠাগার এবং গবেষণার কাজ আরও বাড়ানো হবে। শুক্রবারই গ্রামীণ অর্থনীতি এবং বেকারত্ব নিয়ে দু’টি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে।
JBCSSR Md Salim
জ্যোতি বসুর প্রয়াণ দিবসে অনুষ্ঠানে সকলকে যোগ দেওয়ার আহ্বান সেলিমের
×
Comments :0