Jahanara Khan False Voter

শেষ পর্বে ছাপ্পা, ভোটকেন্দ্রে ঢুকে আটকালেন জাহানারা

রাজ্য লোকসভা ২০২৪

রানিগঞ্জ উর্দু হাইস্কুলে জাহানারা খান।

মলয়কান্তি মণ্ডল

আসানসোলে ভোটের শেষ পর্বে ছাপ্পা দিতে নামে তৃণমূল। রানিগঞ্জের উর্দু হাইস্কুলের এই ভোটকেন্দ্রে ছুটে যান সিপিআই(এম) প্রার্থী জাহানারা খান। কেন্দ্রীয় বাহিনীকে বলে জাল ভোটারদের বাইরে বের করার ব্যবস্থা করেন। কিন্তু বাইরে পুলিশের সামনেই জাহানারা খানকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকে তৃণমূলের এই বাহিনী। 


আসানসোলের রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রে হুসেননগরে উর্দু হাইস্কুলে জাল ভোটের অভিযোগ জানিয়েছেন জাহানারা খান। তিনি বলেছেন, ‘‘জানতে পারি যে ছাপ্পা ভোট হচ্ছে দু’টি বুথে। বাচ্চা ছেলেদের এনে ভোট দেওয়ানো হচ্ছে। কারও কারও আঙুলে ভোটের ছাপ রয়েছে তবু ফের বুথে ঢুকছে ভোট দিতে। তারপরই এখানে এসে কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দিতে বলি।’’
সিপিআই(এম) প্রার্থী যখন সংবাদমাধ্যমে বিষয়টি জানাচ্ছেন, রানীগঞ্জ উর্দু হাইস্কুলের ঠিক বাইরে তখনই তৃণমূলের বাহিনী ‘গো ব্যাক স্লোগান দিতে থাকে। জাহানারা বলেছেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে বলেছি সারাদিন ভালো কাজ করেছেন। এইটুকু সময়ের জন্য কেন গোলমাল হবে। এদের সরিয়ে দিন।’’
সিপিআই(এম) অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে।

Comments :0

Login to leave a comment