ববিতা সরকার স্কুল চাকরিপ্রার্থী থেকে এখন রাজ্যের পরিচিত মুখ। পরীক্ষা দিয়ে পাশ করা সত্বেও মেধা তালিকা থেকে বঞ্চিত হয় ববিতা সরকার। সে জায়গায় চলে আসে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম। মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস স্কুলে চাকরিও পান অঙ্কিতা। পরবর্তীকালে আইনি লড়াই লড়ে অঙ্কিতার জায়গায় চাকরি পান ববিতা। পরেশের খাস তালুকেই স্কুলে যোগ দিলেও প্রথম দিকে কোন সমস্যায় পড়তে হয়নি ববিতাকে।
তবে বর্তমানে বাড়ি ভাড়া পেতে বেগ পেতে হচ্ছে তাঁকে। ববিতার অভিযোগ এক বাড়িতে ভাড়া ছিলেন তিন এখন সেই বাড়ির মালিক ৭ দিনের মধ্যে বাড়ি ছাড়তে বলেছেন। এরপর অনেক বাড়িতে ভাড়া ঠিক করলেও হটাৎ করে না করে দিচ্ছেন তারা। আবার কেউ বাড়ি ভাড়া ঠিক করার পরও বাড়িতে গেলে দেখা যাচ্ছে তালাবন্ধ। তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা ফোন ধরছেন না। এই সমস্যায় নাজেহাল ববিতা। তার দাবি, 'শিলিগুড়ি থেকে প্রত্যেক দিন মেখলিগঞ্জের স্কুলে আসতে অনেক সমস্যা হচ্ছে। সেই জন্য বাড়ি ভাড়া ছিলাম। কিন্তু অজানা কারনে আমাকে বাড়ি ছাড়তে বলা হয়েছে। আবার নতুন বাড়ি ঠিক করতে গিয়েও পাচ্ছি না। কয়েকটি বাড়ি ভাড়া ঠিক করলেও পরবর্তীতে না করে দিচ্ছে। তারা জানাচ্ছে তাদের উপর চাপ আসছে।' কারা চাপ দিচ্ছে প্রশ্ন করলে ববিতার বক্তব্য, 'বাড়ির মালিককে বিভিন্ন ভাবে হয়রানি থেকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়ার ভয় দেখা হচ্ছে। তবে কারা এই কাজ করছে তা বাড়ির মালিক গুলো প্রকাশ করছেন না।' এই পরিস্থিতিতে কি করে মেখলিগঞ্জে থাকবেন তা নিয়ে চিন্তিত ববিতা। তার বক্তব্য, 'অনেক খোঁজাখুঁজি করে আজ একটি বাড়ির মালিক থাকতে দেবেন আশ্বাস দিয়েছে। যদিও পরবর্তীতে তার কাছেও চাপ আসবে কি না জানি না। তাই আমি আমার আইনজীবীকে জানিয়েছি। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হবেন আমার আইনজীবী।'
Comments :0