বারবার ধর্ষণের অপরাধকে খাটো করার চেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রী। আরজি করের পর জয়নগরে স্কুলছাত্রীর ধর্ষণ হত্যাতেও একই ছবি। বিচার আদায় করতে হবে রাস্তায় নেমেই।
মঙ্গলবার এমনই ঘোষণা শোনা গেল জলপাইগুড়ির মিছিলে। জলপাইগুড়ি কদমতলা মোড়ের শিক্ষকদের কার্যালয় সত্য প্রিয় ভবনের সামনে থেকে বামপন্থী গণসংগঠন সমূহের যৌথ মঞ্চ মিছিল করে থানা মোরে অভয়া চত্বরে পৌঁছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার গেটে প্রতিবাদের সামিল হয়। মিছিলে অংশ নেন ছাত্র যুব মহিলা কর্মচারী শিক্ষক শ্রমিক সহ সমস্ত গণসংগঠনের কর্মী নেতৃবৃন্দ।
মিছিলে আওয়াজ ওঠে, ‘অভয়া তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই‘, ‘উৎসবে ও প্রতিবাদ চলছে চলবে‘, ‘জয়নগর আরজিকরের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে’। কোতোয়ালি থানার গেটে কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অভয়া চত্বর থানা মোড় থেকে জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে মানববন্ধন হয়।
এই মৌন প্রতিবাদ কর্মসূচিতে জলপাইগুড়ি নাগরিক সংসদের ডা. পান্থ দাশগুপ্ত, ডা. সুদীপন মিত্র, শিক্ষক বিপ্লব ঝা, এপ্রমুখ অংশ নেন।
JALPAIGURI RALLY
উৎসবেও উঠবে বিচারের দাবি, জানালো মিছিল
×
Comments :0