JAYMALYA BAGCHI

কাল সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ জয়মাল্য বাগচীর

জাতীয়

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেবেন জয়মাল্য বাগচী। সোমবার সকাল ১০:৩০ হবে তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান। কলকাতা হাইকোর্টের বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১১ সালে ২৭ জুন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এর মাঝে তাঁকে অন্ধ্র প্রদেশ হাইকোর্টে বদলি করা হয়েছিল। ২০২১ সালের ৮ নভেম্বর তিনি কলকাতা হাইকোর্টে ফিরে আসেন।
গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করেছিল। 
বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় আইনমন্ত্রক জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন বিচারপতি জয়মাল্য বাগচীকে। সেই নির্দেশ মতো সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হিসেবেই শপথ নেবেন তিনি।

Comments :0

Login to leave a comment