AMIT MALVIYA

অমিত মালব্য'র বিরুদ্ধে এফআইআর দায়ের বেঙ্গালুরুতে

জাতীয়

Amit malviya Rahul gandhi congress bjp bengaluru karnataka indian politics crime bengali news

বিজেপির কুখ্যাত আইটি সেল এর প্রধান অমিত মালব্য'র বিরুদ্ধে এফআইআর দায়ের করল বেঙ্গালুরু পুলিশ। কর্ণাটকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক রমেশ বাবুর অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে বেঙ্গালুরু পুলিশ। যদিও বিজেপির দাবি রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই কাজ করা হয়েছে।

প্রসঙ্গত অমিত মালব্য'র একটি টুইট থেকে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। ১৭ ই জুন এর   টুইটে মালব্য লেখেন, রাহুল গান্ধী একজন বিপদজনক ব্যক্তি। তিনি দেশের সঙ্গে  প্রতারণামূলক খেলা খেলছেন।
এর পালটা এফআইআর দায়ের করেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক রমেশবাবু।

এখন অবধি পাওয়া খবর অনুযায়ী, মালব্য'র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ এবং ৫০৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে। মালব্য'র বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরির চেষ্টা করছেন।

Comments :0

Login to leave a comment