CHANDRAYAN VIKRAM

চাঁদের মাটিতে নামতে আলাদা হলো ল্যান্ডার ‘বিক্রম’

জাতীয়

ছবি: ইসরো।

চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু করল চন্দ্রযান-৩ অভিযান। চাঁদের মাটিতে নামার ল্যান্ডার মডিউল বিচ্ছিন্ন হয়েছে মূল যান থেকে। চাঁদের মাটির আরও কাছের কক্ষপথে যাচ্ছে এই ল্যান্ডার ‘বিক্রম’। 

১৪ জুলাই দেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো’র এই মহাকাশযান রওনা দিয়েছে মহাকাশে। গন্তব্য চাঁদ। গতবার চন্দ্রযান একেবারে শেষ পর্বে চাঁদের মাটিতে নামার সময়ই ভেঙে পড়েছিল। মাটিতে নামার জন্য এবার বিশেষ সতর্ক ইসরোর’র বিজ্ঞানীরা। 

অভিযান ঘিরে সারা বিশ্বের আগ্রহ আরও বাড়িয়েছে রাশিয়ার পাঠানো মহাকাশযান লুনা-২৫। কয়েক দশক পর ফের চাঁদে যান পাঠিয়েছে রাশিয়া। ভারতের চন্দ্রযান এবং রাশিয়ার লুনা, দু’টিকেই চাঁদের দক্ষিণ মেরুতে নামানোর পরিকল্পনা নিয়েছেন বিজ্ঞানীরা। 

চন্দ্রযানের ল্যান্ডার মডিউল বা মাটিতে নামার বিশেষ যান ‘বিক্রম’-র ভের রয়েছে ‘প্রজ্ঞান’। এই রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে ঘুরে ঘুরে অজানা তথ্য পাঠাবে পৃথিবীতে। ইসরোর বিজ্ঞানীদের পরিকল্পনা তেমনই। 

বৃহস্পতিবার ইসরো জানিয়েছে, মূল যান বা প্রপালশন মডিউল থেকে পরিকল্পনা মাফিক বিচ্ছিন্ন হয়েছে বিক্রম। শুক্রবার চাঁদের মাটির আরও কাছের কক্ষপথে পাঠানো হবে বিক্রমকে। ২৩ আগস্ট চাঁদের মাটিতে নামার লক্ষ্য নিয়েছে ইসরোর চন্দ্রযান-৩। 

তার আগে, ২১ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারে রুশ লুনা-২৫। রাশিয়া মাত্র ১১ দিনে পৃথিবী থেকে যান পাঠিয়েছে চাঁদে। ভারতের বিজ্ঞানীরা সময় বেশি নিয়েছেন যদিও হিসেব কষে, পৃথিবীকে ঘরে কয়েক পাক ঘোরার পর চাঁদের পথে রওনা হয়েছে চন্দ্রযান। ইসরো দেখিয়েছে যে এই পদ্ধতিতে অনেক কম খরচে যান পাঠানো যায় চাঁদে। 

তবে চন্দ্রযান বা লুনা, চলেছে বিজ্ঞানের সূত্র মেনেই তৈরি জটিল হিসেব নিকেশ করে। বিজ্ঞানীরাই করছেন সেই কাজ। তাকিয়ে রয়েছে বিশ্ব।  

Comments :0

Login to leave a comment