FIFA CLUB WORLD CUP QUALIFIERS

দেশের মাটিতে শেষবেলায় রাঙিয়ে দিলেন মেসি , জয় পেল ব্রাজিলও

খেলা

বৃহস্পতিবার রাতে (শুক্রবার ) ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ৩গোলে হারালেন মেসিরা। জোড়া গোল করেন মেসি। দেশের মাটিতে দেশের জার্সি গায়ে সম্ভবত শেষ ম্যাচটি খেলে ফেললেন আর্জেন্টিনীয় যুবরাজ। ম্যাচে বুয়েন্স আইরেসের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে হাজারো দর্শক এসেছিলেন লিওকে শেষবারের মতো বিদায় জানাতে। আগামী বছরের বিশ্বকাপে তিনি খেলবেন কিনা তার ব্যাপারে খোলসা করেননি মেসি। তবে ঘরের মাঠে জোড়া গোল করে রাঙিয়ে দিলেন তিনি। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ইকুয়েডরের বিরুদ্ধে আওয়ে। সেই ম্যাচে না খেলার কথা জানিয়েছেন মেসি। এদিন দেশের মাটিতে নিজের শেষ ম্যাচে নামার সময় আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন লিও। সামলাতে পারেননি চোখের জল। তবে ম্যাচ দেখে তা বোঝার উপায় ছিল না। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ম্যাচে দুটি গোল করেছেন। এর পর আর্জেন্টিনায় মেসিদের আর কোনো ম্যাচ খেলার সূচি নেই। । গত বছর ২০২২ সালে নিজের অধরা বিশ্বকাপ তিনি জিতেছিলেন। ফলে ফুটবলকে নতুন করে কিছু দেওয়ার বা তার থেকে নেওয়ারও আর কিছু নেই তাঁর। তাই তিনি জানিয়েছেন যে , তিনি মাঠে নেমে যদি খেলাটাকে উপভোগ না করতে পারেন তাহলে নিজেই সরে যাবেন। তবে কি আগামী বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ফুটবলের দাঁড়ি টানতে চলেছেন লিও। ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচের পর কিন্তু সেই জল্পনাই আরো উস্কে দিলেন তিনি।

অন্য ম্যাচে ব্রাজিল জিতেছে ৩-০ গোলে। মারাকানাতে চিলিকে হারিয়েছে সেলেকাও রা। ইউরোপিয়ান যোগ্যতা অর্জন ম্যাচে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে স্লোভাকিয়া।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন