রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নামছে লিভারপুল ও আর্সেনাল। এনফিল্ডে ভারতীয় সময় ৯টায় নামছে দুই দল। ইতিমধ্যেই দুই দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। দুই ম্যাচে ৬পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল এবং ৬পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। আর্সেনালে যেমন এই মরশুমে তারকা সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস এসেছেন তেমনই লিভারপুলে এসেছেন লেভারকুরসেনের দুই তারকা ফ্লোরিয়ান উইৎজ এবং ফ্রিমপং। গত ম্যাচে ৩-২ গোলে নিউক্যাসেলকে হারিয়েছিল লিভারপুল এবং লিডস ইউনাইটেডকে হারিয়েছিল আর্সেনাল। সেই ম্যাচে ৫টি গোলের মধ্যে জোড়া গোল করেছিলেন ভিক্টর। এই ম্যাচ মূলত হতে চলেছে আর্টেটার আক্রমণাত্মক খেলা এবং আর্নে স্লটের প্রতিআক্রমণের মধ্যেই। ভিক্টরকে রুখতে গুরুদায়িত্ব পড়তে চলেছে লিভারপুলের তারকা ডিফেন্ডার জুটি ভ্যান ডাইক ও কোনাটের উপরই। মহম্মদ সালাহও এই ম্যাচে বড় ফ্যাক্টর হতে চলেছেন আর্সেনালকে হারানোর জন্য। মোট ২৪৪বারের মুখোমখি সাক্ষাতে লিভারপুল জিতেছে ৯৫ এবং আর্সেনাল জিতে ৮৩টি ম্যাচে। মরশুমের শুরুতেই এই বড় দুই দলের ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছে সকলেই।
শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড জিতল ৩-২ গোলে। ওল্ড ট্রাফোর্ডে বার্নলির বিরুদ্ধে বেশ কষ্ট করেই জিততে হল তাদের। ২৭ মিনিটে একটি আত্মঘাতী গোলে এগিয়ে গেছিল ইউনাইটেড। ৫৫মিনিটে গোল শোধ দেন বার্নলির ফোস্টার।এম্বুয়েমো ৫৭ মিনিটে গোল করে ফের এগিয়ে দেন ম্যানচেস্টারকে। ৬৬মিনিটে জেইডেন এন্টোনি সেই গোল শোধ করে দেন। ম্যাচ শেষের আগের অতিরিক্ত সময়ে ৯০+৭মিনিটে জয়সূচক গোলটি আসে পেনাল্টি থেকে। গোল করেন ব্রুনো ফার্নান্দেজ।
Comments :0