Lok Sabha Election 2024 Ranaghat

অলকেশ দাসের সমর্থনে রানাঘাটে বর্ণাঢ্য মিছিল

রাজ্য লোকসভা ২০২৪

রানাঘাট লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অলকেশ দাসের সমর্থনে বর্ণাঢ্য মিছিল হয় শনিবার। বহু মানুষের উপস্থিতিতে সুসজ্জিত মিছিল এদিন রানাঘাটের কোডমোড় থেকে শুরু হয়ে শহরের মূল রাস্তাগুলি ছুঁয়ে রানাঘাট স্টেশন জিআরপি মোড় হয়ে বড় বাজারের কাছে শেষ হয়। মিছিলে ছিলেন প্রার্থী অলকেশ দাস, যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিনের এই সুসজ্জিত মিছিলে পা মেলান রানাঘাটের বিশিষ্টজন, কবি শিল্পী সাহিত্যিক থেকে সাধারণ মানুষ।
রাস্তার দুধার থেকে এগিয়ে এসে যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি ও সিপিআই(এম) প্রার্থী অলকেশ দাসের সঙ্গে হাত মেলান। এদিনের মিছেলে ছাত্র যুবকেরা গিটার হাতে গানে স্লোগানে "তারুণ্যের প্রথম ভোট অলকেশ দাসকে দেওয়ার আবেদন জানান। মিছিল যত এগিয়েছে রাস্তার দু'পাশে উপচে পড়েছে মানুষের ভিড়। নির্মীয়মান বহু তল বাড়ির ছাদের শ্রমিক থেকে রাস্তার দুধারের বাড়ির সাধারণ মানুষ,  ব্যাবসায়ীরা দোকান ফেলে রেখে এগিয়ে আসেন তাদের কাছের মানুষ রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী অলকেশ দাসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। রাস্তার দু ধারে দাঁড়িয়ে থাকা বহু মানুষকে এদিন দেখা যায় মিছিলের মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে। এদিনের মিছিলের মাথা যখন কামারপাড়ার মোড়ে,  শেষ প্রান্ত তখনো কোট মোড় ছাড়ায়নি। মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান উৎসাহ নিশ্চিন্তে বলে দিচ্ছে রানাঘাটে এবার অলকেশ।

Comments :0

Login to leave a comment