MUKTADHARA : POETRY : TILOTAMA : SOURAV DUTTA : 1 OCTOBER 2024, TUESDAY

মুক্তধারা : কবিতা : তিলোত্তমার গান : সৌরভ দত্ত : ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  TILOTAMA  SOURAV DUTTA  1 OCTOBER 2024 TUESDAY

মুক্তধারা : কবিতা

হননকালের তিলোত্তমা

সৌরভ দত্ত  

ভেঙে যাওয়া নদীর ধারে পড়ে আছে প্রতিবাদের খোলস––শুকচ্ছে‌ বেশ–রক্তবসন–তোমার-আমার শাসক–স্বপ্নমন্ত্র শাপসাপান্ত ভীম এসে দেখলেন চারিদিকে রাক্ষসের বন–তিলোত্তমা হারিয়ে গেছে –রক্তনীল পুরুষাঙ্গ প্রদর্শনের খেলায়– খচ্চর হারামি রাষ্ট্র যন্ত্র খুবলে নিয়েছে চোখ–অর্ধভক্ষ সারা শরীর যেন মহাপতনের ভোর সেমিনার হলে–পাল্টে গেল আলাদিনের জিন–মানুষীর লোভ ওরা পারেনি সামলাতে–মুখবদ্ধ, অবশ শরীর মড়মড়িয়ে ভেঙে পড়ে পেলভিক বোন–অন্ধকার চিয়ার্স সাজে ধর্ষকের বেশে–পুড়ে যায় ছাইভস্ম–হলুদ কোনের সাজ–প্রতিটা মেয়ের রাতেই শুধু ঝলসে ওঠে ৮ই আগস্ট–আর.জি .করে দুর্বৃত্তরা জগঝম্প করে–বিপন্ন হয় স্বাস্থ্যসেবা– চিরদগ্ধ পৃথিবীর প্রতিটা বাবা হাসপাতালের চক্রব্যূহে সন্তানকে না পাঠায় যেন–রাত বাড়লে নারী রউপর পুরুষের জয়ী হওয়ার অধিকার ক্রোধ সিঞ্চিত হয়–রক্তগড়ায় চোখের মণির অজ্ঞানে-প্রজ্ঞানে–রাত্রি শাসায় হাসপাতালে –দাগ পড়ে আঁচড়ের–মিলিয়ে গেছে তথ্যতলাশ, জল্লাদের পদচ্ছাপ–তথ্যতালাশ খুঁজতে গিয়ে –জুয়ার টেবিল, সোনাগাছি ছলকে ওঠে  মস্তিষ্ক বিভ্রাটে–তিলোত্তমার মৃত্যু কিনেছি মুফতে–কত স্টোরি লাইন–মিটিং‌ মিছিল শাশ্বত হয় বাণী–প্রত্যয়গুলো দূর্ণিবার–লিখেও ফেললেন দু-একটা অরিজিৎ সিং –লজ্জাস্থানে নেমে এসেছে সত্য–বিবেক মরেছে পুরস্কারের টানে–ঝটঝট কিছু হাওয়া উড়ে আসে– তারা বলে যায় কানে কানে–সত্যি সেলুকাস যে গান জেগেছে যুদ্ধ পাঠের–যে গান হয়েছে শ্লোক–আমার পৃথিবীর হননবৃত্তে–দুর্যোধনের ঊরু ভেঙে দিয়ে আসুক সূর্যালোক ।

Comments :0

Login to leave a comment