BJP

ক্ষোভের মুখে ক্ষমা চাইলেন মধ্য প্রদেশের বিজেপি মন্ত্রী

জাতীয়

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। কর্নেল সোফিয়া কুরেশীকে 'সন্ত্রাসবাদের বোন' বলে আক্রমণ করেছেন ওই বিজেপি নেতা। বিজয় শাহ মধ্যপ্রদেশের বিজেপি সরকারের আদিবাসী কল্যাণ মন্ত্রী। এই মন্তব্যের জন্য তাকে বিরোধী ও প্রাক্তন সেনা কর্তাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। পরে সে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

সোমবার ইন্দোরের রায় কুন্ডা গ্রামে এক অনুষ্ঠানে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘যে যাঁরা আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছেন, মোদীজি তাদেরই বোনকে পাঠিয়ে তাদের শায়েস্তা করেছেন।’ এই ঘটনার পরই তড়িঘড়ি তাঁকে ভোপালে ডেকে পাঠান বিজেপির রাজ্য নেতৃত্ব।  তারপর সে ক্ষমা চেয়ে বলেন, "বোন সোফিয়া জাতি ও ধর্মের ঊর্ধ্বে উঠে ভারতের গৌরব বাড়িয়েছে। তিনি আমাদের নিজের বোনের চেয়েও বেশি সম্মানিত। ভারতের প্রতি তার কর্তব্যের জন্য আমি তাকে স্যালুট জানাই। আমি স্বপ্নেও তাকে অপমান করার কথা ভাবতে পারি না। তবুও, যদি আমার কথা তাকে আঘাত করে থাকে, তাহলে আমি দশবার ক্ষমা চাইতে প্রস্তুত,"
এই ঘটনার পর তাকে তীব্র সমালোচনা করে রাজনৈতিক মহল।

Comments :0

Login to leave a comment