Elephant Attack Madhyamik student dies

হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

রাজ্য জেলা

Elephant Attack Madhyamik student dies


মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল পরীক্ষার্থীর।  ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায়। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ বাবা বিষ্ণু দাসের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল অর্জুন দাস। সেই সময় একটি হাতির সামনে পড়ে যায় বাবা ও ছেলে। দুজনেই সেখান পালানোর সময় ছাত্রটিকে পা দিয়ে পিষে দেয় হাতিটি। ছাত্রটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত ছাত্রের নাম অর্জুন দাস। খবর পেয়ে হাসপাতালে পৌছায় পুলিশ ও বনকর্মীরা। 


পুলিস সূত্রে খবর পাচিরাম নাহাটা স্কুলের ছাত্র ছিল অর্জুন। মাধ্যমিকে কেবলপাড়া জুনিয়র হাইস্কুলে তার সিট পড়েছিল। বাড়ি থেকে অনেকটা দূরে , সময় মতো পৌছাতে হবে পরীক্ষা কেন্দ্রে। তাই হাতে কিছুটা সময় নিয়ে মটরসাইকেলে পরীক্ষাকেন্দ্রের দিকে রওনা হয় বাবা ও ছেলে। এদিন বৈকণ্ঠপুর জঙ্গল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার দাঁতালের মুখোমুখি পড়ে যায় তারা। ছাত্রটির মৃত্যু হয় হাতির আক্রমণে। কোনক্রমে বেঁচে যান ছাত্রের বাবা।
 

Comments :0

Login to leave a comment