অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং। রবিবার সকালে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। সন্ধ্যায় মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এদিন সন্ধ্যায় ইম্ফলে রাজভবনে পৌছে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে ইস্তফা দেন তিনি। ছিলেন বিজেপি এবং এনপিএফ’র ১৪ জন বিধায়ক। রাজ্য বিজেপির সভাপতি এ শারদা এবং বিজেপি নেতা সম্বিত পাত্র।
মণিপুরে ভয়াবহ গোষ্ঠীসংঘর্ষ এবং নারী নিগ্রহের জেরে দেশময় প্রতিবাদ হয়েছে। বীরেন সিংয়ের পদত্যাগের দাবি জোরালো হলেও চোখ বুঁজে থেকেছে বিজেপি। এবার সরানো হয়েছে তাঁকে।
সরকারি বাসভবনের সামনে সাংবাদিক বৈঠক ডেকে গত মণিপুরের জাতি হিংসার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। মণিপুরে ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করে সকলের কাছে ক্ষমাও চেয়েছিলেন। যদিও ক্ষমা চাওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মণিপুরের জাতি হিংসার জন্য কংগ্রেসকে দায়ী করেছিলেন তিনি।
দেড় বছরের বেশি সময় ধরে মণিপুর জ্বলছে। মণিপুরের জাতি হিংসায় কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। হিংসা থামাতে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের দিকে ফিরেও দেখেননি, অভিযোগ করেছেন বিরোধীরা। সংসদে মণিপুর নিয়ে আলোচনারা জন্য বিরোধীরা বার বার দাবি তুলেছেন। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর মুখ খুলতে লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হয়েছে। রাজ্যে চলা জাতিগত সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই বিরোধীরা তাঁর ইস্তফার দাবি জানিয়ে আসছিলেন। হিংসা নিয়ন্ত্রণে আসেনি এখনও। বিধানসভা অধিবেশনে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চাইছিল কংগ্রেস। অনাস্থা প্রস্তাবে হারবে সেই আশঙ্কায় এদিন মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং এমনটাই মত রাজনৈতিক মহলে।
Biren Singh Resigns
ইস্তফা দিলেন বীরেন সিং

×
Comments :0