School Bus Accident in Manipur

মণিপুরে পথ দুর্ঘটনায় হত ১৫ পড়ুয়া

জাতীয়

School Bus Accident in Manipur

মণিপুরের নোনি জেলায় পড়ুয়াদের নিয়ে যাওয়া দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর অন্তত ১৫ জন পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বুধবার সকালে মণিপুরের ননি জেলার বিষ্ণুপুর-খুপুম রোডের ধারে দুর্ঘটনাটি ঘটেছে। 

রিপোর্ট অনুযায়ী, মণিপুরের থাম্বালনু হাই স্কুলের পড়ুয়াদের নিয়ে দু'টি স্কুল বাস খউপমের দিকে যাচ্ছি। নিয়ন্ত্রণে হারিয়ে বাসগুলি দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে খবর পাওয়া গেছে। ঘটনায় আহত হয়েছে আরো স্কুল পড়ুয়া। স্থানীয় মানুষ ঘটনাস্থলে এসে উদ্ধার কার্য শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।


ইতিমধ্যে দুর্ঘটনার ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, দুমড়ে-মুচড়ে উল্টে পড়ে রয়েছে বাসটি৷ উদ্ধার কাজের পর ১৫ জন মৃত্যুর খবর সামনে এসেছে৷ যদিও কতজন পড়ুয়ার মৃত্যু হয়েছে সে বিষয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। 

Comments :0

Login to leave a comment