এক মাসে উপভোক্তার সংখ্যা ৫ লক্ষ কমে গিয়েছিল। মহারাষ্ট্রের ‘লড়কি বহেন’ প্রকল্পে উপভোক্তা মহিলার সংখ্যা কমতে পারে আরও কয়েক লক্ষ।
মহারাষ্ট্রের বিধানসভা ভোটে বিজেপি জোট ‘মহায়ুতি’ সবচেয়ে জোর দিয়েছিল মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকা সহায়তার প্রকল্পে। কিন্তু রাজ্য বাজেটে এই প্রকল্পের খাতে বাড়ানো হয়নি বরাদ্দ।
জানুয়ারিতে দেখা গিয়েছিল উপভোক্তার সংখ্যা ২.৪৬ কোটি থেকে ৫ লক্ষ কমে হয়েছে ২.৪১ কোটি।
বিজেপি যদিও স্বীকার করেনি যে উপভোক্তা কমিয়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক সূত্রের উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে যে বয়সে সীমার কারণে কমে গিয়েছে কিছু উপভোক্তা। বিজেপি নেতা এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের প্রশাসন বলেছে যে ১.৫ লক্ষ নাম বাদ হয়েছে এই মহিলাদের বয়স ৬৫ পেরিয়ে যাওয়ায়।
প্রশ্ন উঠেছে, বয়সসীমায় তো নতুন নামও যুক্ত হওয়ার কথা। তা হয়নি কেন?
মহারাষ্ট্রে কোষাগারের সঙ্কট নিয়ে বিরোধী কংগ্রেসের কড়া সমালোচনার মুখে পড়েছে ‘মহায়ুতি’ সরকার। এমনিতেই বিজেপি’র জয় ঘিরে কারচুপির অভিযোগ এবং তথ্য ভেসে বেড়াচ্ছে রাজনীতির বাতাসে। আচমকা লাফিয়ে বেড়ে গিয়েছিল বিধানসভা ভোটে ভোটদাতার সংখ্যা। লোকসভা ভোটে যে বিজেপি জোট পর্যুস্ত হয়েছিল রাজ্যে মাস কয়েক পরেই বিধানসভা ভোটে সেই জোটই রমরমিয়ে জিতেছে। বিরোধীদের ভোট লোকসভার তুলনায় কমেনি। দেখা গিয়েছে, নতুন ভোটদাতাদের সৌজন্যে বেড়ে গিয়েছে বিজেপি জোটের ভোট।
কংগ্রেসের প্রদেশ সভাপতি নানা পাটোলে বলেছেন, ‘‘রাজ্যের মহিলাদের ধোঁকা দিয়ে তিন ভাই- দেবেন্দ্র ফড়নবিস, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার ক্ষমতায় বসেছেন।’’ তিনি বলেছেন, ‘‘৫ লক্ষ নাম বাদ দেওয়ার তথ্য এখনই বেরিয়েছে। আরও কয়েক লক্ষ নাম বাদ দেওয়া হচ্ছে উপভোক্তা হওয়ার শর্ত পূরণ না হওয়ার অজুহাত দিয়ে।’’
Maharashtra Ladki Bahen
এক মাসে কমেছে ৫ লক্ষ, মহারাষ্ট্রে ‘লড়কি বহেন’ কমবে আরও

×
Comments :0