মগরাহাট স্টেশনে ভয়াবহ আগুন। জানা যাচ্ছে ৩ নম্বর প্ল্যাটফর্মের এক মোবাইলের দোকানে আগুন লাগে। দ্রুতই সেই আগুন ছড়িয়ে পরে পাশের দোকানগুলিতে। দমকলের প্রাথমিক অনুমান আতশবাজি থেকেই ওই আগুন লেগেছে।
দুপুরে হঠাৎই আগুন লেগে যায় ওই দোকানে। স্থানীয়রা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলের একটি ইঞ্জিন ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় বন্ধ হয়ে যায় ডায়মন্ডহারবার লাইনের ট্রেন চলাচল। একাধিক লোকাল ট্রেন আটকে পড়ে। পরপর দোকানে আগুন লেগে ১০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভার কিছুক্ষণ পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় ডায়মন্ড হারবার লাইনে।
Comments :0