দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এ ফের জয়ী বামপন্থী সংগঠনগুলির ছাত্রছাত্রীরা। অথচ আরএসএস অনুগাম ছাত্র সংগঠন বিজেপি লাগাতার প্রচার চালিয়েছিল, এবার জেএনইউ তাদের। এমনকি, রবিবার, ফল ঘোষণার দিনও, প্রথম পর্বে সেই প্রচার ছড়ানো হয় দেশের সংবাদমাধ্যমে।
কেন জয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। তার গুরুত্বই বা কী। দেশের শিক্ষা আন্দোলনেরও বা মুখ্য বিষয় কী?
‘গণশক্তি’-র সাংবাদিক প্রতীম দে’র প্রশ্নে ব্যাখ্যা দিচ্ছেন এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।
JNU MAYUKH
জেএনইউ’র জয় কেন গুরুত্বের, বলছেন এসএফআই নেতা ময়ূখ
×
Comments :0