গত ম্যাচে প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার ইউনাইটেডকে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ম্যাচের ৫মিনিটে গোল করেন রেড ডেভিলসদের প্রাক্তনী এন্টোনি এলাঙ্গা। বর্তমানে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে রয়েছে দলটি। ৩০ম্যাচে তাদের পয়েন্ট ৫৭। চতুর্থ স্থানে থাকা চেলসির থেকে যা ৮পয়েন্ট বেশি। বর্তমানে তাদের পর্তুগিজ কোচ নুনো এস্প্রিরিটো দক্ষতার সাথেই চালাচ্ছেন দলটি। তথাকথিত ছোট দল হলেও নটিংহ্যাম ফরেস্টের ঐতিহ্য প্রিমিয়ার লিগের যেকোনো দলের তুলনায় কম কিছুই নয়। ১৯৭৭-৭৮ মরশুমে ফুটবল লিগ ফার্স্ট ডিভিশন জিতেছিল নটিংহ্যাম। ১৮৯৭-৯৮ এবং ১৯৫৮-৫৯ এ জিতেছিল এফএ কাপ । ফুটবল লিগ কাপ ( ইএফএল কাপ ) জয় করেছিল মোট ৪বার। তবে তাদের সবচেয়ে বড় কৃতিত্ব হল ১৯৭৮-৭৯ এবং ১৯৭৯-৮০ তে ইউরোপিয়ান কাপ ( বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ ) জয় করা। পিটার শিল্টন , জন ম্যাকগ্রোভারদের নটিংহ্যাম তখন ছিল অপ্রতিরোধ্য। ফাইনালে মালমোকে হারিয়েছিল তারা। সমৃদ্ধ করেছিল ইংলিশ ফুটবলের ঐতিহ্যকে| ধীরে ধীরে সেই সুদিনই যেন ফিরতে চলেছে নটিংহ্যামের নুনোর হাত ধরে। বেশ অনেকবছর পর ফের একবার চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য পা বাড়িয়েই রেখেছে তারা। নিয়মানুযায়ী প্রিমিয়ার লিগের প্রথম ৪টি দল সরাসরি গ্ৰুপ পর্যায়ে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের আগামী মরশুমে। বর্তমানে তৃতীয় স্থানে থাকায় সেই সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাননা এন্টোনি এলাঙ্গা , আলেক্স মোরিনোরা।
English Premier Legue
সুদিন ফিরছে নটিংহ্যাম ফরেস্টের

×
Comments :0