কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট সেকশনে মেট্রো পরিষেবা প্রতি রবিবার বন্ধ থাকবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রবিবার করে মেট্রো পরিষেবা সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। সিগনালিং প্রযুক্তিগত উন্নতির জন্যই বন্ধ থাকবে পরিষেবা। মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছে পরবর্তী নির্দেশিকা জারি হওয়া পর রবিবার করে আবার ওই লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
east west metro
রবিবার করে ইস্ট-ওয়েস্ট সেকশন বন্ধ মেট্রো পরিষেবা

×
Comments :0