Migrant worker dies

ঈদে বাড়ি ফেরা হলো না , ট্রেন দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু

রাজ্য জেলা

কান্নায় ভেঙে পড়ছেন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার।

বিশ্বনাথ সিংহ- রায়গঞ্জ

১৪ মাস আগে অমৃতসর থেকে কিছুদুরে প্লাইউডের কারখানায় ঠিকাদারের হাত ধরে কাজে গেছিলেন রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের জয়রামপুর গ্রামের যুবক আব্দুল রসিদ। বাবা নেই। ভাই বোন আছে তবে সকলেই ভীনরাজ্যে কাজে তাগিদে। সংসারে একমাত্র উপার্জনের যুবক আব্দুল রসিদ। স্ত্রী আর ২ বছরের শিশু সন্তান রেখেই অমৃতসরের দিনানগরে কাজে গেছেন। তাঁর  উপার্জনের টাকায় সংসার চলে। হাত খরচের থেকে জমিয়ে রাখা টাকা থেকে মায়ের জন্যে নতুন কাপড়, ছেলের জন্যে স্ত্রীর জন্যে নতুন জামা কিনে রেখেছে। ঈদের পরিবারের সকলকে দেবে বলে। মঙ্গলবার রাতেও শেষবারের মত কথা হয়েছে পরিবারের সঙ্গে। বুধবার সকালে কাজে যাওয়ার পথেই প্রহরাবীন রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পরে মৃত্যু হয়েছে আব্দুল রসিদের। স্ত্রী রেশমা খাতুন কান্নায় ভেঙ্গে পরেন। কাঁদতে  কাঁদতে স্ত্রী বলেন, ঈদে স্বামীর বাড়ি ফেরার কথা ছিলো ।  ঈদের বাজার করে বাড়ি আর ফেরা হলো না তাঁর। বাড়িতে তাঁর ২ বছরের সন্তান এখনো জানেনা বাবা তার বাড়ি ফিরবে না। ঠিকাদার প্রথম জানিয়েছে ট্রেন দুর্ঘটনায় আব্দুল রসিদের মৃত্যু হয়েছে। পকেটে থাকা পরিচয়পত্র দেখেই শনাক্ত হয়েছে আব্দুল রসিদের দেহ। রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনানগরের একটি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রামের বাড়িতে ফিরবে পরিযায়ী শ্রমিক আব্দুল রসিদের নিথর শরীরটা। ভবিষ্যতে সংসার চলবে কি করে কাদতে কাদতে বলছেন মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী রেশমা খাতুন।

Comments :0

Login to leave a comment