মহারাষ্ট্রের সোলাপুরে দুই ঘণ্টারও বেশি সময় ধরে মুম্বই-বেঙ্গালুরু জাতীয় সড়ক অবরোধ করে ট্রেন থামিয়ে বিক্ষোভ। মঙ্গলবার মারাঠা সংরক্ষণের দাবিতে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। বেশ কয়েকজন মারাঠা কোটা কর্মী মুম্বাই-বেঙ্গালুরু জাতীয় সড়ক অবরোধ করেন। বিক্ষোভের অংশ হিসেবে বেশ কয়েকজন বিক্ষোভকারী শেতেনগরে রেললাইনে টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।
বিক্ষোভকারী রাম যাদব এবং নিশান্ত সালভেকে সোলাপুর পুলিশ হেফাজতে নিয়েছে। এদিকে, বেশ কয়েকজন সমর্থক মুম্বাই-বেঙ্গালুরু জাতীয় সড়ক দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
Comments :0