শনিবার মহারাষ্ট্রে একনাথ শিন্ডে সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে বিরোধী মহা বিকাশ আঘাড়ির (MVA) 'হাল্লা বোল' প্রতিবাদ মিছিল হয়েছে। রাজ্যের সরকারে আসীন জোটের শরিক বিজেপি (BJP) পাল্টা মিছিল করেছে। ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে’ প্রায় ২,৫০০ পুলিশ কর্মী রাস্তায় মোতায়েন রেখেছে পুলিশ।
শিবসেনা (Uddhav Balasaheb Thackeray), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) এবং কংগ্রেস মহারাষ্ট্রের সঙ্গো ‘‘অন্যায়’’, ছত্রপতি শিবাজীকে ‘‘অপমান’’ -এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে শনিবার। শিবাজী মহারাজ এবং মহাত্মা জ্যোতিবা ফুলে, এবং কর্ণাটকের সীমান্ত এলাকায় মারাঠি-ভাষীদের বিরুদ্ধে ‘‘অত্যাচার’’ এবং সেইসাথে শিল্প প্রকল্পগুলি রাজ্যের বাইরে নিয়ে যাওয়া নিয়ে এদিন সরব হন এনভিএ জোট সঙ্গীরা।
রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে বলেছেন যে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠী এবং বিজেপি জোট সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশ করা হয়েছে রাস্তায়।
পদযাত্রাটি জে জে হাসপাতালের কাছে শুরু হেয়ে এবং দক্ষিণ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে শেষ হয়।
MVA's march
মুম্বাইয়ে বিক্ষোভ বিরোধী এনভিএ’র
×
Comments :0