Bhangar

ভাঙড়ে তৃণমূলে নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার দলেরই নেতা

রাজ্য জেলা

ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা। এদিন তাকে গ্রেপ্তার করে ভাঙড় থানার পুলিশ। অভিযোগ তিনি চালতাবেড়িয়ায় তৃণমূল নেতা খুনের ঘটনার মাস্টারমাইন্ড।
বৃহস্পতিবার রাতে তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে মাথায় গুলি করে খুন করা হয়। রাজ্জাক সওকাতের ঘনিষ্ট বলে জানা গিয়েছে। কি কারণে খুন তা এখনও স্পষ্ট হয়নি। তবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। 
এই ঘটনার পরই বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয় যে গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুন।

Comments :0

Login to leave a comment