বৃষ্টিতে জল জমে থাকে দীর্ঘদিন ধরে। জমা জলে যাতায়াতের সমস্যা তো রয়েছেই। তার ওপর জল থেকে পচা গন্ধ বের হয়। অথচ পানিহাটি পৌরসভা ব্যবস্থা নেয় না।
রবিবার পৌরসভার সক্রিয়তার দাবিতে পথ অবরোধ হলো সোদপুর মধ্যমগ্রাম রোডে। দীর্ঘক্ষণ বিক্ষোভ অবস্থান হয় এইচডি টাউন মোড়ে। পানিহাটি ৩১ নম্বর ওয়ার্ডের এইচবি টাউন, তীর্থ ভারতী, আনন্দ লোক পল্লীশ্রী আশ্রম রোড, নাটাগড়ের মতো বিভিন্ন এলাকায় জল জমে থাকে। বয়স্ক, শিশুরা সবচেয়ে অসুবিধায় পড়েন। স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের।
এদিন অবরোধ এবং বিক্ষোভে অংশ নেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী পূরবী সরকার, সিপিআই(এম) নেতা সন্তু রক্ষিত প্রমুখ।
Panihati Waterlogging
জল জমে বেরচ্ছে পচা গন্ধ, অবরোধ পানিহাটিতে

×
Comments :0