Myanmar, Thailand quakes

ফের ভূমিকম্প বার্মায়, মৃতের সংখ্যা হাজার ছাড়াল

আন্তর্জাতিক

ভূমিকম্প পরবর্তী কম্পন বা ‘আফটার শকের’ সম্ভাবনা নিয়ে আতঙ্কে ছিলেন বার্মার সাধারণ মানুষ। সেই সম্ভাবনাই বাস্তব হল। ফের ভূমিকম্প বার্মায়, মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২০০০ জন। বার্মার জুন্টা প্রশাসন শনিবার এই খবর জানিয়েছে। শুক্রবার রাতে ফের  ভূমিকম্পে কেঁপে উঠল বার্মা, ১২ ঘন্টা সময়ের মধ্যে ১৫ বারের মতো কেঁপে উঠে বার্মা।  মৃতের সংখ্যা হাজারেরও বেশি। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ২৮ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩।
বার্মায় সব মিলিয়ে এখনও পর্যন্ত ১০০০ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২০০০ জন। বার্মার সামরিক জুন্টা প্রধান জেনারেল মিন অং হ্লাইং দাবি করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার মায়ানমারে পরপর ভূমিকম্পে এক হাজারের বেশি নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পর শনিবার সকালে ভারত থেকে গিয়েছে প্রায় ১৫ টনের ত্রাণসামগ্রী। যার মধ্যে রয়েছে প্রস্তুত খাবার, ত্রিপল সহ অন্যান্য সামগ্রী।
শুক্রবার দুপুরে পরপর বেশ কয়েক বার ভূমিকম্পে কেঁপে উঠেছে বার্মা, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। দুই দেশের বেশ কিছু শহরে অসংখ্য বহুতল, সেতু, ওভারব্রিজ ধসে পড়েছে। তছনছ হয়ে গিয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের বেশ কিছু অংশ। শুক্রবার রাত পর্যন্ত বার্মায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে  ১৪৪। গুরুতর আহত  ৭৩২। থাইল্যান্ডে মৃতের সংখ্যা ৮  হলেও, অন্তত ১১৭ জনের কোনও খোঁজ মিলছে না। শনিবার সকালে সেই  সংখ্যা বেড়ে ৬৯৪ জনে। দুপুরের সেই সংখ্যা দাঁড়িয়েছে এক হাজারের বেশি, আহত ২ হাজার ছাড়িয়েছে, বার্মার জুন্টা প্রশাসন শনিবার দুপুরে এই খবর জানিয়েছে।
 

Comments :0

Login to leave a comment