কবিতা
অনশনে উৎসব
গৌরী সেনগুপ্ত
মুক্তধারা
ফিরেছে ঢাকের বাদ্য উৎসব রঙে
অশুভ বিনাশ হোক উৎসার আবেগে
হুমকি শুধু ডেকে যায় এসো কার্নিভালে
মেধার প্রহার তাই দীর্ঘ অনশনে ।
নির্ভীক শপথ আজ মঞ্চ বেঁধে নেয়
মানববন্ধন দেয় তিলোত্তমা শান
দুর্বার আন্দোলন মিছিল এগোয়
কাঁচি কিন্তু ফিতে কাটে দিয়ে অনুদান ।
শক্তির উৎসব চলছে দৃঢ় অবস্থানে
প্রতীকী মূর্তি জাগে অসুর নিধনে
রাস্তা ভরে গেছে তাই অভয়া সন্ধানে
সার্বজনীন জনপদই উৎসব জানে ।
এ উৎসবে তুমি নও একা অহমিকা
সময় ফিরে চাইবে তোমারও পরীক্ষা ।
Comments :0