পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না। উধাও শীত। বড়দিনেও জমজমাট শীত উপভোগ করতে পারল না মহানগরী। পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বাধাপ্রাপ্ত হচ্ছে শীত। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে জাঁকিয়ে শীত পড়ছে না। তবে উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস চলতি সপ্তাহে পাহাড়ে বৃষ্টির সম্ভবনা রয়েছে, শুক্রবারের পর দক্ষিণবঙ্গে শীতের দেখা মিলতে পারে।
কলকাতার তাপমাত্রা এদিনও স্বাভাবিকের ওপরেই। তবে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙে ৮.৯, শিলিগুড়িতে ১১ এবং ডুয়ার্সে ১০ ডিগ্রি সেলসিয়াস। দিয়েছে হাওয়া অফিস।
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি। মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি।
আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। এদিন আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ। পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী চার দিন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
The mood of winter may return at the end of the year
বছর শেষে ফিরতে পারে শীতের আমেজ
×
Comments :0