POETRY / ARPAN CHAKRABORTY / FIRST LOVE / MUKTADHARA / 17 SEPTEMBER 2025 3rd YEAR

কবিতা / অর্পন চক্রবর্তী / প্রথম প্রেম / মুক্তধারা / ১৭ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY   ARPAN CHAKRABORTY  FIRST LOVE  MUKTADHARA  17 SEPTEMBER 2025 3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

প্রথম প্রেম 
 
 

অর্পন চক্রবর্তী 

 

১৭ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩

 

"মিছিলেই হোক প্রথম প্রেম,
একসাথে পা মেলাবো।
মিছিলেই হোক প্রথম প্রেম,
একসাথে স্লোগানে গলা মেলাবো।

রাজপথেই হোক প্রথম প্রেম,
হাতে হাত রেখে হাটবে।
ফুটপাথে ই হোক প্রথম প্রেম,
চায়ের পেয়ালায় সময় কাটবে।

মিছিলেই হোক প্রথম প্রেম,
একসাথে না হয় ব্যারিকেড ভাঙবো।
মিছিলেই হোক প্রথম প্রেম,
দুজনে একসাথে নতুন সমাজের স্বপ্ন বুনবো।

তুমি যদি চাও,
মিছিলেই হোক প্রথম প্রেম!
জনসমুদ্রে তোমার সাথে হারিয়ে যাবো!"

Comments :0

Login to leave a comment