কবিতা
মুক্তধারা
প্রথম প্রেম
অর্পন চক্রবর্তী
১৭ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩
"মিছিলেই হোক প্রথম প্রেম,
একসাথে পা মেলাবো।
মিছিলেই হোক প্রথম প্রেম,
একসাথে স্লোগানে গলা মেলাবো।
রাজপথেই হোক প্রথম প্রেম,
হাতে হাত রেখে হাটবে।
ফুটপাথে ই হোক প্রথম প্রেম,
চায়ের পেয়ালায় সময় কাটবে।
মিছিলেই হোক প্রথম প্রেম,
একসাথে না হয় ব্যারিকেড ভাঙবো।
মিছিলেই হোক প্রথম প্রেম,
দুজনে একসাথে নতুন সমাজের স্বপ্ন বুনবো।
তুমি যদি চাও,
মিছিলেই হোক প্রথম প্রেম!
জনসমুদ্রে তোমার সাথে হারিয়ে যাবো!"
Comments :0